বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নমুনা দেওয়ার আড়াই মাস পর এল করোনা পরীক্ষার ফল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নামুনা দেওয়ার আড়াই মাস পর অলিউল্লাহ সরকার অতুল (৩৮) নামের এক সাংবাদিকের কভিড-১৯ পজিটিভ রেজাল্ট এসেছে। গত রবিবার রাতে তার মুঠোফোনে করোনা পরীক্ষার ফল আসে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। অলিউল্লাহ একটি দৈনিকের কসবা উপজেলা প্রতিনিধি।

জানা যায়, কসবা প্রেস ক্লাবের কয়েকজন সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এর কিছুদিন পর কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার করোনা পজিটিভ আসে। এর আড়াই মাস পর গত রবিবার রাতে বাকিদের মুঠোফোনে বার্তা আসে। এতে অলিউল্লাহর পজিটিভ এবং বাকিদের নেগেটিভ ফল আসে।

অলিউল্লাহ সরকার বলেন, নমুনা দেওয়ার পর কোনো প্রকার রিপোর্ট আসেনি। তাই তিনি এই আড়াই মাস স্বাভাবিকভাবেই কাজকর্ম করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, অনেক সময় ট্যাকনিক্যাল সমস্যায় এমন হতে পারে। তবে কি কারণে দীর্ঘদিন পর রিপোর্ট এসেছে তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর