রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। (ডানে) নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীসহ অন্যরা -বাংলাদেশ প্রতিদিন

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে গতকাল। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা । প্রতিনিধিদের খবর-

নোয়াখালী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, পৌরমেয়র শহিদ উল্যাহ খান প্রমুখ।

কুমিল্লা : নগর শিশু উদ্যানের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম। এখানে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কুমিল্লা জেলার উদ্যোগে নগরীর জাঙ্গালিয়া সেচ কমপ্লেক্সে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিএডিসি প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড, বঙ্গবন্ধু পরিষদ, সিবিএ, বিএডিসি ডিপ্লোমা প্রকৌশল সমিতিসহ সংস্থার বিভিন্ন দপ্তরের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর আদর্শ নিয়ে আলোচনা করেন।

দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতি থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তারা বুঝতে পারেনি। গতকাল দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে এ সব কথা বলেন তিনি। গাজীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ। রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সবুজ এমপি। বঙ্গতাজ অডিটরিয়ামে অ্যাড. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। শ্রীপুরে দোয়া ও প্রতিবন্ধি শিশুদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সল বিপ্লব প্রমুখ। মিরকাদিম পৌরসভা এলাকায় বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মিরকাদিম পৌরমেয়র শহিদুল ইসলাম শাহীনসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

মাদারীপুর : জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, কাজল কৃষ্ণ দে, পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

মানিকগঞ্জ : দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোলাম মহীউদ্দীন। আব্দুস সালাম, সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। উপস্থিত ছিলেন এসএম ফেরদৌস, রিফাত রহমান শামীম, আব্দুস সালাম।

মাগুরা : শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক আশরাফুল আলম প্রমুখ।

লক্ষ্মীপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন সংগঠনসহ আপামর জনতা। আলোচনা সভায় সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অঞ্জন চন্দ্র পাল, ড. এএইচএম কামরুজ্জামান, গোলাম ফারুক পিংকু।

জামালপুর : জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, এসপি দেলোয়ার হোসেন, মুহাম্মদ বাকী বিল্লাহ।

টাঙ্গাইল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোটমনির, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

খাগড়াছড়ি : স্থানীয় চেতনা মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া : শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন  সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, হায়াৎ উদ দৌলা খান, আনিসুর রহমান, নায়ার কবির প্রমুখ।

শেরপুর : জেলা কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, বিল্লাল হোসেন প্রমুখ।  নেত্রকোনা : নেত্রকোনায় আলোচনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। বক্তৃতা করেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌরমেয়র নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনসহ অন্যরা। নরসিংদী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার।

বগুড়া : শহরের টেম্পল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কালো ব্যাজ ধারণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মজিবর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু, ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা প্রমুখ। গাইবান্ধা : সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নীলফামারী : সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  মোখলেছুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও আব্দুল ওদুদসহ অন্যরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সাতক্ষীরা : জেলার খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

পাবনা : শহরের স্বাধীনতা চত্বরে দুস্থদের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স এমপি, অঞ্জন চৌধুরী পিন্টু, মোশারফ হোসেনসহ অনেকে।

নাটোর : শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তালন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও রতœা আহমেদ। এ সময় উমা চৌধুরী জলি, মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর : সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষভাবে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর  রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া মেহেরপুর বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হল রুমে মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুতলতানা মনি, আবুল কালাম  আজাদ প্রমুখ।

দাউদকান্দি : কুমিল্লার মেঘনায় আব্দুল্লাহ আল বাকী শামীমের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন সুবিদ আলী ভূঁইয়া এমপি। বক্তৃতা করেন  সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, তাজুল ইসলাম, মজিবুর রহমান, দেলোয়ার মাস্টার, আফজালুর রহমান, জাকির হোসেন, সুমন ভূঁইয়া। লুটেরচরে শোকসভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, ইমরান হোসেন আকাশ, ইঞ্জিনিয়ার মহসিন। দাউদকান্দিতে পাঁচটি শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যারিস্টার নাঈম হাসান। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন. মুস্তাক আহম্মেদ, মহিউদ্দিন সরকার, আব্দুস সামাদ ভূঁইয়া, ওমর ফারুক সরকার, মামুন আহম্মেদ। দাউদকান্দির একাধিক শোক সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ড. আবদুল মান্নান, পারুল আক্তার, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, জাকির নেওয়াজ সোহেল প্রমুখ।

সর্বশেষ খবর