বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শেরপুরে দেশীয় মাছে বাজার সয়লাব

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দেশীয় মাছে বাজার সয়লাব

বন্যা-পরবর্তী সময়ে শেরপুরের খাল-বিলে প্রচুর দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছে এখন সয়লাব স্থানীয় বাজার। দামও অন্য যে কোনো সময়ের চেয়ে কম। দাম কম থাকায় সব শ্রেণির মানুষ এখন দেশি মাছের স্বাদ নিতে পারছেন। রাস্তাঘাটে মধ্যরাত পর্যন্ত চলছে মাছ বিক্রি। গ্রামের বিভিন্ন পেশার মানুষ যাদের তেমন কাজকর্ম নেই তাদের অনেকে এখন মাছ ধরাকে পেশা হিসেবে নিয়েছেন। দেশি সব মাছ কম-বেশি পাওয়া গেলেও কৈ, মাগুর, শিং, চাটা, পুঁটি ও টাকি ধরা পড়ছে ব্যাপক হারে। ২৩০-২৭০ টাকা কেজি দেশি কৈ। বড় মাগুর শিং পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকায়। বড় পুঁটির দাম ২০০-৩০০ আর টাকি মাছের কেজি ১৫০ থেকে ১৮০ টাকা। সব মাছই একোবের তরতাজা। জেলা মৎস্য বিভাগের দাবি, দেশি মাছ রক্ষায় প্রকল্প হিসেবে এ জেলায় কয়েকটি অভয়াশ্রম রয়েছে। আবার কয়েক বছর হলো হারিয়ে যেতে বসেছে এমন দেশি মাছের পোনা সরকার অবমুক্ত করেছে খালে-বিলে। এসব অবমুক্ত করা পোনা ও অভয়াশ্রমের মা মাছের ছাড়া ডিম থেকেই এবার ব্যাপক হারে মাছ পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর