সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

হাজারও নেতা-কর্মীর আত্মদানের মিনারের নাম আওয়ামী লীগ

------- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

হাজারও নেতা-কর্মীর আত্মদানের মিনারের নাম আওয়ামী লীগ

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে আলোচনা সভায় বক্তৃতা করছে এ বি তাজুল ইসলাম এমপি -বাংলাদেশ প্রতিদিন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর ক্ষমতায় ছিল না। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। এরপর আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে এতো নেতা-কর্মীর রক্তদান করতে হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে ত্যাগের ইতিহাস। হাজারও নেতা-কর্মীর আত্মদানের মিনারের নাম আওয়ামী লীগ। ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে গতকাল বাঞ্ছারামপুর উপজেলায় ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যন সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, নুরুল ইসলাম, সায়েদুল ইসলাম ভূইয়া বকুল প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়। এছাড়া মেঘনা নদীতে সেতু তৈরির বাজেট একনেকে পাস হওয়ায় এ বি তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও এলাকাবাসী।

সর্বশেষ খবর