সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৪ মাস বন্ধ রাস্তার কাজ দুর্ভোগে মানুষ

বেনাপোল প্রতিনিধি

৪ মাস বন্ধ রাস্তার কাজ দুর্ভোগে মানুষ

যশোর-বেনাপোল সড়কের নির্মাণ কাজ চার মাস ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের পরও ব্যস্ততম এই সড়কের কাজ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। নির্মাণাধীন রাস্তার মধ্যে তৈরি হয়ে গেছে বড় বড় গর্ত। নাভারন আকিজ বিড়ির সামনে থেকে বেনাপোল বাজার পর্যন্ত সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে এখনো পিচ পড়েনি। এ ছাড়া বেনাপোল পৌর গেট থেকে বাসটার্মিনাল পর্যন্ত সড়কে শুরু হয়নি খোড়াখুড়ি। যশোরের চাচড়া চেকপোস্ট থেকে ঝিকরগাছা বাজার পর্যন্ত ডাবল লেয়ারের কাজ শেষ হলেও তা নিয়ে রয়েছে বিতর্ক। রাস্তার উভয় পাশে তিন ফুট ছেড়ে ডাবল লেয়ারের কাজ করায় সওজ কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে নেয়নি। যদিও ঝিকরগাছা বাজারের পুরোটাই জুড়ে দ্বিতীয় লেয়ারের কাজ করা হয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যশোর-বেনাপোল সড়ক ৩০ ফুট চওড়া হওয়ার কথা থাকলেও কোথাও কোথাও ২৪ ফুট করা হচ্ছে। এর মধ্যে উভয় পাশে ৬ ফুট ছেড়ে দেওয়া হলে সড়কটিতে যানজট লেগেই থাকবে। সড়কের বাকি অংশের কাজ কবে শুরু হবে তা জানার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর