বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শালিসে তালাকের রায়ে ক্ষুব্ধ গৃহবধূর আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি

শালিস বৈঠকের রায়ে ‘স্বামী তালাক দেবে’ ঘোষণা করায় ক্ষোভে- দুঃখে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন পারভীন আক্তার (৪০) নামে এক গৃহবধূ। এ ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় মাধবদী উপজেলার সাগরদী গ্রামে। পাইকারচর ইউনিয়নের সাগরদী গ্রামের সাইদ মিয়ার মেয়ে পারভীন। তার স্বামী একই গ্রামের জাহাঙ্গীর মিয়া। সোমবার উভয় পক্ষকে নিয়ে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও পাইকাচর ইউনিয়নের ওয়ার্ড  মেম্বার জাহাঙ্গীর আলমসহ এলাকার মাতব্বররা শালিসে বসেন। পারভীন শালিসে ছিলেন না, উপস্থিত ছিলেন তার বাবা সাইদ মিয়া। কাবিননামায় ১ লাখ ৫০ টাকার দেনমোহর ছিল, কিন্তু শালিসে মাত্র ২০ হাজার টাকা দেওয়ার জন্য বলা হয় এবং সিদ্ধান্ত হয় জাহাঙ্গীর তালাক দেবেন। মাদবদী থানার ওসি বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর