শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করতোয়ার তীরে বৃক্ষ রোপণ

পঞ্চগড় প্রতিনিধি

করতোয়ার তীরে বৃক্ষ রোপণ

করতোয়ার তীরে বৃক্ষ রোপণ -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ড বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে। গতকাল শহরের উপকণ্ঠে করতোয়া নদীর পাড়ে নবনির্মিত সোনার বাংলা পার্কে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী ১০ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ, ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর