শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

যুবলীগ নেতাকে হত্যা চেষ্টা

শরীরে ধারালো অস্ত্রের ১৯ কোপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রাতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১৯টি কোপের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ামুনের ছোট ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে মামুন বরিশাল নগরী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। সবুজের নেতৃত্বে বারেক মোল্লা, মহিউদ্দিন মোল্লা, সোহেল মোল্লা, রনি মোল্লা, মানিক মোল্লাসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে জখম করে। তাকে বাঁচাতে গেলে তার বাবা আবদুল মালেক হাওলাদারকেও কুপিয়েছে হামলাকারীরা। বাকেরগঞ্জ থানার ওসি বলেন, গোলাম সরোয়ার সবুজ এবং ইউপি সদস্য মামুনের মধ্যে পুরনো বিরোধ রয়েছে। এর জেরে সবুজের নেতৃত্বে মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর