শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে পৌর শহরের মসজিদ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আসমা মসজিদপাড়ার কামরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, দুপুরে কামরুল ইসলামের বসতঘরে বিদ্যুতের ওয়ারিং কাজ শুরু হয়। এ সময় আসমা ইলেকট্রিশিয়ানদের কাজের দিকনির্দেশনা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্বর্গরথ গাড়ির উদ্বোধন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে হিন্দুদের শবদাহ করার জন্য স্বর্গরথ নামে একটি গাড়ির উদ্বোধন করা হয়েছে। শহরের গৌরগোপাল আঙিনায় গতকাল এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়।

এ সময় অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, শংকর সাহা, অজয় কুমার রায়, সিতাংশু মিত্র, রাম দত্ত, শ্যামল কুমার কর্মকার, সঞ্জিব দাস, গৌতম ভদ্র, সুমন কুন্ডু, বিধান সাহা, দিপঙ্কর দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।  গৌতম ভদ্র জানান, গাড়িটি ড. যশোদা জীবন দেবনাথ নিজস্ব অর্থায়নে দিয়েছেন। এমন ধরনের গাড়ি ফরিদপুরে এই প্রথম।

-ফরিদপুর প্রতিনিধি

বন্যহাতির আক্রমণে নিহত

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজন নিহত হয়েছে। নিহতের নাম- রূপন তঞ্চঙ্গ্যা (৪৫)। গতকাল ভোর রাতে জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় হঠাৎ ১৪/১৫টি বন্যহাতির পাল হানা দেয়। এ সময় হাতির পালের সামনে পড়ে যান স্থানীয় রূপন চাকমা। এ সময় একটি হাতি তাকে পায়ের নিচে পিষ্ট করে। তার চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলেও রক্ষা হয়নি তার জীবন।

-রাঙামাটি প্রতিনিধি

জাতীয় পার্টিতে যোগদান

কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাখন সরকারের হাতে ফুল দিয়ে গতকাল বিভিন্ন দলের শতাধিক কর্মী-সমর্থক জাতীয় পার্টিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজম খান। যোগদান করেন প্রবাসী আবু তাহের সর্দার, জিল্লুর রহমান শুভ, খলিল উল্লাহ ভূইয়া, হানিফ মিয়া, জজ মিয়া, জহির মিয়া, মো. বিল্লাল, কবির সর্দার, শহিদ সর্দার, ওমর ফারুক সর্দার প্রমুখ। বক্তৃতা করেন আশিকুর রহমান সাদেক, মো. জাহাঙ্গীর আলম তুষার, ইকবাল হোসেন বেপারী, কবির হোসেন হাউদ, আবদুল মতিন প্রধান, দেলোয়ার হোসেন সাঈদ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মো. আবু তাহের সর্দার, নুরে আলম, নুরুজ্জামান ভূইয়া, মিজানুর রহমান চৌধুরী, রনি শিকদার, মো. বাছেদ মুন্সী প্রমুখ।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

চাকরি জাতীয়করণ ও বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। গতকাল সকালে ভোলা প্রেস ক্লাবের হলরুমে সংগঠনের জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাকসুদুর রহমান। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, জিয়া শাহীন, জাকির হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ৩য় শ্রেণির কর্মচারীদের পদায়ন এবং তাদের বেতন বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবি তুলে ধরেন। পরে আমির হোসেনকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।

-ভোলা প্রতিনিধি

মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দির স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে বাজার খোলা সড়কে এলাকাবাসী মানববন্ধন করেন। যুবলীগ নেতা নাছির উদ্দিন মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন অ্যাডভোকেট জসীম উদ্দিন, এনামুল হক সরকার, মো. আলমগীর সরকার, লিটন প্রধান, নজরুল মিয়াজি, বোরহান ফরাজী প্রমুখ।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর