রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সড়কের জমি দখল করে দোকান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সড়কের জমি দখল করে দোকান

গাজীপুরের কালিয়াকৈরে পুরনো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার পুরনো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লতিফপুর থেকে বোর্ডঘর ও কালিয়াকৈরের ফুলবাড়িয়ার রোডের মাথা থেকে চাঁপাইর ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে শত শত দোকান ঘর। স্থানীয় কিছু লোক এ কাজে জড়িত বলে জানা গেছে। গাজীপুর সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলায় যারা অবৈধ স্থাপনা করেছেন। সেই সব ঘরের তালিকা করা হচ্ছে। অতি শিগগিরই সেগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর