রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা
আদেশের ৮ মাসেও শুরু হয়নি কাজ

বিশ্বনাথে কাঁচা রাস্তায় ভোগান্তি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে কাঁচা রাস্তায় ভোগান্তি

পাকাকরণের কার্যাদেশ দেওয়ার ৮ মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে পথচারীদের। সিলেটের বিশ্বনাথ উপজেলার আরএসডি রামপাশা-রাজাগঞ্জ বাজার-উত্তর বিশ্বনাথ-লামাকাজী রাস্তার রাজাগঞ্জ বাজার হতে উত্তর বিশ্বনাথ দ্বিপক্ষীয় উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তা। ৮ মাস আগে সড়কটি পাকাকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম ট্রেডার্স। তারা সময়মতো কাজ শুরু না করায় এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ। রাস্তার বিভিন্ন অংশে ছোটবড় গর্ত থাকায় একটু বৃষ্টি হলেই তাতে পানি জমে। বছরের বেশির ভাগ সময়ই রাস্তাজুড়ে কাদা থাকায় হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়ে। স্থানীয়রা জানান, কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা এটি। উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, গত বছরের ৪ ডিসেম্বর ওই দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কার্যাদেশ পায় বিএম ট্রেডার্স। কাজটি শেষ হওয়ার কথা চলতি বছরের ৩ ডিসেম্বর। খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার  গিয়াস উদ্দিন বলেন, ‘কাজটি শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে আমি অনেকবার ফোন দিয়ে কথা বলেছি।’ বিএম ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম বাবলু, ‘কার্যাদেশ পাওয়ার পর করোনা ও বন্যা পরিস্থিতির কারণে সময়মতো কাজ শুরু করতে পারিনি। আগামী মাসের (সেপ্টেম্বর) শেষের দিকে কাজ শুরু করব।’ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘বিএম ট্রেডার্স কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, এ সপ্তাহে এসে কাজ শুরু করবে।’

সর্বশেষ খবর