রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় মামলা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মুন্সিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে শুক্রবার তিতাস থানায় মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ২১ আগস্ট আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার আটদিন পর আদালতের নির্দেশে তিতাস থানা পুলিশ মামলা রেকর্ড করে।

মামলার বাদী জাকির মুন্সি গতকাল বলেন, গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে আবুল হোসেনের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলেদের কর্মকান্ডের কারণে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার ওপর তার সন্ত্রাসী বাহিনী হামলা করে। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, জাকির মুন্সী আমার নামে ভিত্তিহীন, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে এ মিথ্যা মামলা দিয়েছে। জাকির এলাকায় অনেক অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িত। তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. এহসানুল ইসলাম বলেন, মামলা হয়েছে। এসআই মোস্তফা মামলাটি তদন্ত করছেন।

সর্বশেষ খবর