রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কমিশন গঠন করে ১৫ ও ২১ আগস্টের খুনিদের বিচার দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৯৭৫ সালের ১৫ ও এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনায় কমিশন গঠন করে খুনিদের বিচার করতে হবে। এক সঙ্গে কমিশনের মাধ্যমে এ সব ঘটনার পরিকল্পনাকারী ও সুবিধাভোগীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আসার দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। শোকাবহ আগস্ট উপলক্ষে ‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠনের আয়োজনে গতকাল এক ভার্চুয়াল সভায় এ দাবি জানান তারা। সভায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাঈদ আহমদ বাবু, সৈয়দ আবু তোহা, প্রফেসর মাইন উদ্দিন পাঠান, কবি মুজতবা আল মামুন, সৈয়দ সাইফুল হাসান পলাশ, হারুনুর রশীদ, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শিখরে পৌঁছতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

সর্বশেষ খবর