রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এক পলক

খেলোয়াড়দের অনুদান

মাগুরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। গতকাল মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ অনুদান বিতরণ করে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমির ওসমান রানা, সদস্য অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

-মাগুরা প্রতিনিধি

মেঘনায় আলোচনা সভা

কুমিল্লার মেঘনায় বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম। বক্তৃতা করেন মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ মাস্টার, ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন তপন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশক ইমরান হোসেন আকাশ প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

পদ্মার চরে ঢেউটিন দিলেন এমিলি

মুন্সীগঞ্জের বন্যা ও ভাঙনকবলিত পদ্মার চরের তিন শতাধিক পরিবারে মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। গতকাল জেলার লৌহজং উপজেলার পদ্মার চরে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এই সহায়তা। এর আগে সকালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ৪৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ৮২ বান ঢেউটিন বিতরণ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার চেয়ারম্যান হাজী ওসমান গণি তালুকদার, যুবলীগ নেতা মর্তুজা খান প্রমুখ।

-মুন্সীগঞ্জ প্রতিনিধি

আইইবির অর্থ সহায়তা

দাউদকান্দি-মেঘনা ও গজারিয়া উপজেলায় কর্মহীন অসহায়, হতদরিদ্র এবং অসচ্ছল পরিবারকে গতকাল সকালে অর্থ সহায়তা প্রদান করা হয়। আইইবি এবং এবিই ও কানাডার যৌথ উদ্যোগে এ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ। স্থানীয় বাউশিয়া ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের হলরুম প্রাঙ্গণে অনুষ্ঠিত অর্থ বিতরণী সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জিএস সুমন সরকার। সভায় বক্তৃতা করেন আইইবির সহকারি সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রণক আহসান প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর