রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে মহাপরিকল্পনা প্রয়োজন : রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা নিয়ে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রয়োজন। কারণ এই বন্দরটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাবান্ধা স্থলবন্দরে গতকাল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন- পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণ করা হচ্ছে। এই স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুঁড়ি হয়ে অন্য দেশে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা চলছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প অচিরেই চূড়ান্ত হবে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

সর্বশেষ খবর