রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু ছিলেন বিশ্ববন্ধু

-ড. সৈয়দ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৯৭৩-এ ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ দেওয়া হয়। ওই অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব রমেশ চন্দ্র বলেছিলেন, ‘শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’ গতকাল বগুড়ায় অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন-এর কনফারেন্স হলে টিএমএসসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভার্চুয়াল জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল খালেক। বক্তব্য রাখেন প্রফেসর ড. এম আফজাল হোসেন, অধ্যাপক ড. শওকত আরা হোসেন, ডা. মো. মকবুল হোসেন, প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, সামস-উল-আলম জয়, প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, প্রফেসর ড. বেলাল হোসেন, মো. আবদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

সর্বশেষ খবর