রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘বাল্য বিয়ে দিয়ে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর নাজমা রহিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ শিক্ষার্থীর মাঝে নাজমা রহিম বৃত্তি প্রদান করা হয়েছে।

নাজমা রহিম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এম. আবদুর রহিমের জ্যেষ্ঠ কন্যা জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. নাদিরা সুলতানা।  গতকাল দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর নাজমা রহিম ফাউন্ডেশনের উদ্যোগে ১৭তম নাজমা রহিম বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মো. আবদুল বাতেন শাহ্-এর সভাপতিত্বে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে ডা. নাদিরা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ভালো মতো লেখাপড়া করে পরিপূর্ণ মানুষ হয়ে আরও মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবে।  তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মেয়েদের লেখাপড়া বন্ধ করে মাঝপথে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। মাতলুবুল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত এম. আবদুর রহিমের জামাতা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বামী ডা. লুৎফর রহমান, মো. ইসহাক চৌধুরী, মো. সিরাজুল ইসলাম ও শাহ্ জামাল সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. নাদিরা সুলতানার পুত্র নাহিয়ান কবীর ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানার পুত্র আন্তর্জাতিক বডি বিল্ডার্স খেলোয়াড় নাসিফ রহমান প্রমুখ।

সর্বশেষ খবর