নারায়ণগঞ্জের স্কুলছাত্রী দিশা মনি গণধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ার পর কিশোরীকে জীবিত উদ্ধারের ঘটনায় আদালতের শোকজের জবাব দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিনের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব উপস্থাপন করেন। আদালত লিখিত জবাব গ্রহণ করে আগামী ২৭ সেপ্টেম্বর আদেশের পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দুই কর্মকর্তা হলেন- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান ও সদ্য সাময়িক বরখাস্ত হওয়া এসআই শামীম আল মামুন। গত ২৭ আগস্ট এ ঘটনায় দুই কর্মদিবসের মধ্যে ‘কিভাবে মৃত ব্যক্তি জীবিত হলো এবং কেন জীবিত ব্যক্তিকে মৃত করা হলো’ এ বিষয়ে আদালতে হাজির হয়ে তাদের লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর আদেশ দিয়েছিল আদালত। গত ৪ জুলাই নিখোঁজ হয় দিশা মনি। ৬ আগস্ট অপহরণ মামলা করেন বাবা।