রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফরিদপুরে পরীক্ষা ও ফি আদায় বন্ধ

ফরিদপুর প্রতিনিধি

করোনাকালীন সময়ে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন দিয়ে পরীক্ষা, মাসিক বেতন, বিদ্যুৎ বিল, পরীক্ষার ফি আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজকে নিজ কার্যালয়ে ডেকে পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে মাসিক বেতন, বিদ্যুৎ বিল এবং পরীক্ষার ফি আদায় করতেও নিষেধ করেন। বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, করোনাকালীন প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে ও শিক্ষার্থীদের বইমুখী করতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে ইউএনও’র নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর