বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পাঁচ উপজেলার ২০০ চাষি আলু বীজ নিয়ে শঙ্কায়

কোল্ড স্টোরেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোল্ড স্টোরেজ মালিকের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রশি টানাটানিতে বিপাকে পড়েছেন পাঁচ উপজেলার ২০০ জন আলু চাষি। গত চার দিন ধরে থেকে ফুলবাড়ী কোল্ড স্টোরেজের (হিমাগার) বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। লাইন বিছিন্ন হওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে হিমাগারে থাকা আলু বীজ। চাষিরা বীজ নষ্ট হওয়ায় আশঙ্কায় রয়েছেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ গত এপ্রিল মাস থেকে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিল বাকি থাকায় লাইন বিছিন্ন করা হয়েছে। ফুলবাড়ী কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, করোনা দুর্যোগ ও দীর্ঘসময় বৃষ্টি হওয়ায় কৃষকরা আলু বীজ রোপনের জমি তৈরি করতে পারেনি। এ কারণে কৃষকরা আলু ছাড় না নেওয়ায় তারাও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি। কৃষকরা আলু ছাড় নিলে, তারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আলু চাষিরা বলছেন, এ বছর টানা বৃষ্টির কারণে তারা আলু রোপণের জমি তৈরি করতে পারছেন না। এখন যদি আলু বীজ নষ্ট হয়ে যায়, তারা রোপণ মৌসুমে বীজ সংকটে পড়বেন।

সর্বশেষ খবর