রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকারি ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জে সরকারি ঘর বরাদ্দসহ বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে অসহায় পরিবারের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে বিষয়টি যাছাই করা হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জের মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক আহমেদের সঙ্গে প্রায় চার বছর ধরে কাজ করেন সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি। চেয়ারম্যানের সঙ্গে সুসম্পর্ক থাকায় অসহায় বহু পরিবারকে প্রলোভনে ফেলে টাকা হাতিয়ে নেন তিনি। সঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠার পর চেয়ারম্যান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপরই ভুক্তভোগী পরিবারগুলো মুখ খুলতে শুরু করে। ঘর নির্মাণ করে দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করে সঞ্জয় সাহা বলেন, আমি ওই টাকা চেয়ারম্যানকে দিয়েছি। মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ বলেন, সঞ্জয় এক সময় আমার সঙ্গে থেকে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করেছে। তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ অসংখ্য অভিযোগ পাওয়ায় তাকে আমি বের করে দিয়েছি। পীরগঞ্জ থানার ওসি জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সর্বশেষ খবর