রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্থলমাইন বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েস্ট) এর আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মো. হোসেন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যায়। এ সময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং-৪০ এর কাছাকাছি পৌঁছা মাত্র মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় রোহিঙ্গা তরুণ মো. জাবের (১৪)।

ঘটনার পরপরই জাবেরের সঙ্গে থাকা তাঁর ভাই মো. হোসেন ঘটনার বিষয়ে তাঁর মা-বাবাকে জানায়। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর