মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্মাণের সাত বছরেও দেখেনি আলোর মুখ

ফেনী প্রতিনিধি

স্থানীয়দের দাবির মুখে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ২০ শয্যার হাসপাতাল। এরপর কেটে গেছে সাত বছর, কিন্তু চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। ফলে উপকূল অঞ্চলের প্রায় ২ লাখ মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসাসেবা থেকে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে অবকাঠামো।

এলাকাবাসী জানায়, আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়াসহ প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে স্বাস্থ্য কেন্দ্রটির সুফল পাচ্ছে না এলাকাবাসী। অথচ ২০১৩ সালের জুলাইয়ে নির্মাণকাজ শেষে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগকে ভবনটি বুঝিয়ে দেয়। বর্তমানে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন পিয়ন দিয়ে কোনোমতে চলছে বহির্বিভাগ। অন্যান্য জরুরি সেবা থেকে বঞ্চিত জনসাধারণ। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। দ্রুত স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হিসেবে চালুর দাবি স্থানীয়দের।

ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, ভবনটি চালু করতে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, ওষুধসহ আনুষঙ্গিক সামগ্রীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর