মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
মুক্তিযোদ্ধার ওপর হামলা

ইউপি চেয়ারম্যান সস্ত্রীক কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরকে সস্ত্রীক কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এই নির্দেশ দেন। রবিবার রাতে তারিকাটা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বাকিরা হলেন- চেয়ারম্যানের স্ত্রী খাদিজা আক্তার এলিজা, সহযোগী নেছারউদ্দিন হাওলাদার (৩৫),  ইমরান গাজী (৩০) ও নাঈম (৩০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার বিকালে কলাপাড়ার চাকামইয়া এলাকায় নিজের ইটভাটায় অবস্থান করছিলেন শাহআলম হাওলাদার।

এ সময় চেয়ারম্যান মশিউর রহমান ও তার স্ত্রী এলিজা লোকজন নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, চাঁদার ১০ লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শাহআলমের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বেগম মামলা করেন। এদিকে, চেয়ারম্যান গ্রেফতারের পর তার সমর্থকরা পৌর শহর ও থানার সামনে বিক্ষোভ মিছিল করে।

 

সর্বশেষ খবর