মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

ডাকাত সন্দেহে গণধোলাই

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সিএনজি অটোরিকশার চালক ও স্থানীয় লোকজন। উপজেলার চিওড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়কে এই ঘটনা ঘটে। মহাসড়কে কর্তব্যরত চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নিকট রবিবার গভীর রাতে তাদের হস্তান্তর করা হয়।

-কুমিল্লা প্রতিনিধি

পুড়েছে ১৫ বসতঘর

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী কদমতলী গ্রামে আগুন লেগে ১৫টি বসতঘর পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোহরাবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসীর ধারণা। দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে আগুন।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

হরিণের মাংস বিক্রি

চকরিয়ায় হরিণের মাংস বিক্রি ও বহন করার দায়ে নেপাল ধর নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালুমঘাট গুলিস্তান বাজার এলাকা থেকে হরিণের মাংস বিক্রির সময় নেপালকে আটক করে বনকর্মীরা।

-চকরিয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর