রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্য, প্রতিবাদ করায় হামলা

বিশ্বনাথ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার স্ত্রী-সন্তানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনায় বিশ্বনাথ থানায় ১০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার বাওয়ানপুর পূর্ব পাড়ায়। আহতরা হলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত ওয়ারিছ আলীর স্ত্রী জাহানারা, ছেলে দোলোর, এলাইস, ছইল মিয়া ও মেয়ে সুলতানা।

 তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাওনপুর পূর্বপাড়া গ্রাামের আবু বক্কর, আবুল বাশার, আব্দুল্লাহ, মিন্টু, আজাদ ঘটনার রাতে বাদী দেলোয়ারের দোকানের সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভস্কর্য স্থাপনের বিষয়ে বিরূপ মন্তব্য করেন। দেলোয়ার প্রতিবাদ করলে তারা দোকানে হামলা চালায়। পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের মারধর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর