শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কৃষক সমিতির সমাবেশ

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিকে কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন এলাকায়  এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ‘ধান পরিমাপের ক্ষেত্রে পুরাতনরীতি পরিবর্তন করে ডিজিটাল মিটারের মাধ্যমে ৪০ কেজিতে মণ ধরে বিক্রি করতে হবে। যা বর্তমানেও ৪৬ কেজিতে মণ ধরা হচ্ছে।

 বিভিন্ন সময় সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করে আসছে। কৃষকদের স্বার্থে তা বন্ধ করতে হবে। কৃষি অফিসের নিয়মিত মনিটরিং থাকতে হবে। সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর