শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

নির্বাচন কমিশন প্রথম ধাপে পৌরসভা তফসিল ঘোষণার পর ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তারা পৌর এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেকে পরিচিতি করছেন। সেই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন জায়গায় নিজ নিজ দলীয় পরিচয় ও নিজের উদারতাকে পোস্টার সাঁটিয়ে জানান দিচ্ছেন। থেমে নেই লবিং। সম্ভাব্য প্রার্থী কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে ছুটছেন প্রতিনিয়ত। এবারের নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। তারা হলেন- বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান রিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম টিপু মল্লিক এবং সঞ্জয় কুমার রায়। বর্তমান পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু, তিনিও নতুন করে নেতা-কর্মীদের কাছে টানার চেষ্টা করছেন। তিনি দাবি করেছেন পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়া কাউন্সিলর ফারুক হোসেন দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে কাছে টানতে কাজ করে যাচ্ছেন। মনোনয়নপ্রত্যাশী ফারুক হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, হরিণাকুন্ডু পৌরসভায় তেমন কোনো উন্নয়ন হয়নি। মনোনয়ন পেলে তিনি ব্যাপক  ভোটে নির্বাচিত হবেন। একে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করবেন। তিনি পৌরবাসীর সহায়তায় মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আওয়ামী লীগের আরেক  মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম টিপু মল্লিক ও দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে মেয়র হিসেবে নয়, পৌরবাসীর একজন সেবক হিসেবে আমি তাদের পাশে থাকব। বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো  তোড়জোড় না থাকলেও গত দুইবারের পরাজিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খানই দল নির্বাচনে গেলে এবারও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, পৌর নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের অতীত ও বর্তমান কর্মকা  বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে বিএনপির প্রার্থী জিন্নাতুল হক খান জানান, দল নির্বাচনে গেলে তিনি এবারও প্রার্থী হতে আগ্রহী। তিনি দলীয় মনোনয়নের বিষয়েও শতভাগ আশাবাদী। জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে। দল নির্বাচনে অংশগ্রহণ করলে হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর-উল্লাহ জানান, ডিসেম্বরে পৌর নির্বাচন হতে পারে। এরই মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উল্লেখ্য, ২০০২ সালে তৎকালীন হরিণাকুন্ডু, তাহেরহুদা ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি এলাকা নিয়ে তৃতীয়  শ্রেণির পৌরসভা হিসেবে এ পৌরসভার যাত্রা শুরু। বর্তমানে পৌরসভার ভোটার ১৭ হাজার ২৯৬ জন। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর