শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মার চরে মাষকলাই চাষ করে সাফল্য

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মার চরে মাসকলাই চাষ করে এ বছর ব্যাপক সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। ফলন ভালো হওয়ায় আনন্দে মারকালাই কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অল্প খরচ ও কম পরিশ্রমে ডাল জাতীয় অর্থকরী এ ফসল চাষ করে সংসারে সচ্ছলতাও ফিরেছে চরবাসীর। চলতি মৌসুমে দুই হাজার ৯৮০ হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে। এর মধ্যে পদ্মা নদী তীরবর্তী দৌলতপুরের চরাঞ্চলে চাষ হয়ে দুই হাজার ১৭০ হেক্টর। কলাই চাষে বিঘাপ্রতি খরচ হয়েছে মাত্র দুই হাজার টাক। আর প্রতি বিঘায় ফলন হয়েছে ২-৩ মণ। এখন ৩২০০ থেকে ৩৫০০ টাকায় মণপ্রতি কলাই বিক্রি করছেন কৃষকরা। খরচ বাদ দিয়ে তাদের বিঘায় ৭-৮ হাজার টাকা লাভ হচ্ছে। দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের কৃষক আবদুল জব্বার জানান, এ বছর তার ৫ বিঘা জমিতে মাস কলাই চাষে খরচ হয়েছিল ১০ হাজার টাকা। বিঘাপ্রতি ৩ মণ হারে ১৫ মণ কলাই হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। চিলমারীর চরের কৃষক জালাল জানান, ৩ বিঘা জমিতে আট মণ কলাই হয়েছে। খরচ বাদ দিয়ে প্রায় তিনগুণ লাভ হয়েছে। চাষীদের কাছ থেকে ৮০-৮৫ টাকা কেজি দরে মাসকলাই কিনে খুচরা বাজারে ১০০ টাকা দরে বিক্রি করছেন ফড়িয়ারা।

 এতে চাষিদের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। এখানকার মাসকালাই স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব আল মারুফ।

সর্বশেষ খবর