শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বেহাল গ্রামীণ সড়ক

বাবুল আখতার রানা, নওগাঁ

বেহাল গ্রামীণ সড়ক

নওগাঁর রানীনগর উপজেলার কাটরাশইন-গহেলাপুর ইটের সলিং গ্রামীণ সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের মানুষের। এদিকে দিন দিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তবুও সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। জানা গেছে, দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে উপজেলার কাটরাশইন বাজার থেকে গহেলাপুর পর্যন্ত মাটির প্রায় এক কিলোমিটার সড়ক ২০১৩ সালে ইটের সলিং করা হয়। এদিকে গহেলাপুর যাওয়ার পথে কিছু সড়ক পাকাকরণও করা হয়েছে। বর্তমানে কাটরাশইন বাজার থেকে পোঁওয়াতাপাড়া গ্রাম এলাকা পর্যন্ত ইট সলিং সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে দিন দিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। কাটরাশইন গ্রামের মন্টু সিপাই, ইমরান হোসেন,  পোঁওয়াতাপাড়া গ্রামের আনোয়ার হোসেন, এরশাদ আলী, গহেলাপুর গ্রামের সুবির চন্দ্র, রাজ্জাকসহ আরও অনেকেই বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করছি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও গ্রামীণ এই সড়কটির সংস্কার করার কোনো উদ্যোগ নেই। ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়া  তো দূরের কথা গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বড়গাছা ইউপি চেয়ারম্যান সফিউল আলম বলেন, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রানীনগর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ইট সলিং সড়কটি সংস্কার কাজ মূলত স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ থেকে সম্পন্ন হয়। সড়কটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর