শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কিশোরগঞ্জে বিনা চাষে পাটবীজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এবার বিনা চাষে উৎপাদন করা হচ্ছে পাটবীজ। কিশোরগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউটের ভিতরের রাস্তা ও ড্রেনের দুই পাশ এবং পতিত জমিতে এবারই প্রথম বিনা চাষে পাটবীজ উৎপাদন শুরু করা হয়েছে।

ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের প্রচেষ্টা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় ইনস্টিটিউটের ভিতরে ৩৫ শতাংশ জমিতে বিনা চাষে পাট গাছ লাগানো হয়েছে। এ পদ্ধতিতে আগাছা পরিষ্কার করতে হয় না। তাই বাড়তি সময় ও অর্থ                 দুটোই সাশ্রয় হয়।

সর্বশেষ খবর