শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আদমজী ইপিজেডে বাড়ছে বিনিয়োগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আদমজী ইপিজেডে বাড়ছে বিনিয়োগ

আদমজী ইপিজেডে দিন দিন বাড়ছে বিনিযোগ। রাজধানী ঢাকা থেকে ১৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ মহানগরের আদমজী নগরে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের ষষ্ঠ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আদমজী ইপিজেড। উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাসহ সরকার ও কর্তৃপক্ষের সুদূরপ্রসারী পদক্ষেপসমূহ আদমজী ইপিজেডে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আকৃষ্ট করেছে। ফলে অল্প সময়ের মধ্যে আদমজী ইপিজেড বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক সাফল্য লাভ করেছে। ২০০৬ সালে পাটকলের স্থানে আদমজী ইপিজেড তৈরি হওয়ার পর থেকে সরকার লোকসানের মুখ দেখা তো দূরের কথা সেখান থেকে প্রতি বছর আয় করছে বৈদেশিক মুদ্রা। আদমজী ইপিজেড প্রতিষ্ঠার পর ২০০৫-০৬ অর্থবছরে ৪ মিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে শুরু করা বিনিয়োগ বেড়ে ১৪ বছর পর অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরে দাঁড়িয়েছে ৫৫৮.০৮ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর