রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে তাপমাত্রা ক্রমেই কমছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ক্রমেই কমছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা গত দুই দিনের চেয়ে আরও কমে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত শুক্রবারের চেয়ে দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এ তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি। তাপমাত্রা কমতে থাকায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। সন্ধ্যা হলেই দেখা যায় ঘনকুয়াশা। সকাল পর্যন্ত অব্যাহত থাকে। দুপুরের আগে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। অতিরিক্ত ঠান্ডার কারণে সদ্য বেড়ে ওঠা বোরো বীজতলা অনেক স্থানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন শীতজনিত রোগে আক্রান্তরা।

সর্বশেষ খবর