সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পর্যটকে মুখর সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি

পর্যটকে মুখর সুন্দরবন

নতুন বছরের প্রথম দিন থেকে পর্যটকদের পদভারে মুখরিত সুন্দরবন। ঐতিহ্যবাহী এই বনের কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট মোংলার করমজলে পর্যটকদের ভিড় লেগেই আছে। করোনা স্বাস্থবিধি মেনে প্রতিদিন গড়ে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে দেড় হাজারেরও বেশি পর্যটক এসেছেন। সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, নীলকমল, বঙ্গবন্ধুরচর ও দুবলারসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। হঠাৎ করে লোকজনের আনাগোনা বাড়ায় তাদেরকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে। পর্যটকদের আগমন উপলক্ষে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের খুশি বাড়ায়। তারা বলছেন, বছরের প্রথম দিন থেকে যেমন পর্যটকদের আনাগোনা বেড়েছে, এমন অবস্থা যেন সারা বছর জুড়েই থাকে। তাহলে রাজস্ব বাড়বে সুন্দরবন বিভাগের। বিগত ৯ মাসের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, নতুন বছরের শুরুতে সুন্দরবনে পর্যটকদের আগমন বিগত দিনগুলোর তুলনায় অনেক বেড়েছে।

সর্বশেষ খবর