শিরোনাম
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সরকারি ঘর বিতরণে অনিয়ম

এক গ্রামে ছয়জনের চারজনই মেম্বরের ভাই ভাতিজা

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পাথরাইল গ্রামে সরকারি ভাবে ভূমিহীনদের মাঝে ঘর নির্মাণ প্রকল্পের বরাদ্দকৃত তালিকায় ছয়জনের চারজনই ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আহাদ মিয়ার ভাই ও ভাতিজা। জানা যায়, সরকারিভাবে ভূমিহীনদের মাঝে ঘর নির্মাণ প্রকল্পের আওতায় ভাঙ্গায় ২৫০টি ঘর বরাদ্দ হয়। এর মধ্যে আজিমনগর ইউনিয়নের জন্য ৩০টি ঘর বরাদ্দ হয়। আজিমনগর ইউনিয়নের মধ্যে পাথরাইল গ্রামের ছয়জন এ তালিকায় অন্তর্ভুক্ত হয়। জানা যায়, এ ছয়জনের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহাদ মিয়ার আপন ভাই মৃত ইলিয়াস ফকিরের ছেলে শামিম ফকির ও আপন অরেক ভাই আউয়াল ফকিরের ছেলে আতিক ফকিরের নাম রয়েছে। এ ছাড়া ইউপি সদস্যের আপন মামাতো ভাই প্রবাসী ইকবাল শরীফ ও মতিয়ার শরীফের নাম রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী গত মঙ্গলবার ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এলাকাবাসী বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ইউপি সদস্য মো. আহাদ মিয়া বলেন, ঘরের তালিকায় নাম থাকা আমার গ্রামের ছয়জন রয়েছে। এর মধ্যে দুজন আমার আপন ভাতিজা। অন্য দুজন আমার আপন মামাতো ভাই। এদের নাম আমি দেইনি। আজিমনগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা তালিকার দায়িত্বে ছিলেন। তিনি জানেন কীভাবে এদের নাম এসেছে। আজিমনগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সুবল চন্দ্র টিকাদার বলেন, ঘরের তালিকা তৈরির দায়িত্বে আমি থাকলেও জনপ্রতিনিধিদের মতামত নিয়েই তালিকা করেছি। ৫ নম্বর ওয়ার্ডের ওই চারটি নাম ইউপি সদস্য আহাদ মিয়া আমাকে দিয়েছেন। এখন শুনছি যে, ওই চারজন ইউপি সদস্যের ভাই-ভাতিজা। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন জানান, আজিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালিকার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ খবর