শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকিতে কয়েকটি গ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি

বালু উত্তোলনে হুমকিতে কয়েকটি গ্রাম

রাজিবপুরে ব্রহ্মপুত্রসহ শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে রাজিবপুর উপজেলার নদী তীরবর্তী কয়েকটি গ্রাম। এলাকার প্রভাবশালীরা এমন রমরমা বালুর ব্যবসা করলেও এ ব্যাপারে প্রশাসন কোনো ভূমিকাই পালন করছেন না বলে এলাকাবাসীর অভিযোগ।  খোঁজ নিয়ে জানা গেছে, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম এবং সোনাভরি নদীতে অন্তত ৩০টি ড্রেজার মেশিন নদীর কিনারে বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এ কারণে নদী তীরবর্তী মোহনগঞ্জ, কোদালকাটি, বাউল পাড়া, বালিয়ামারীসহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে হুমকির মুখে। বালু উত্তোলনকারী শামীম হোসেন জানান, রাজিবপুরের এক নেতা তাকে অনুমতি দিয়েছেন। বালু উত্তোলনকারীরা জানিয়েছেন, উজ্জল হোসেন নামের এক ড্রেজার মেশিন মালিক অবৈধ বালু উত্তোলন দলের সদস্য। কেউ কথা বলতে গেলে ভয় দেখিয়ে তাকে থামিয়ে দেয়।

সর্বশেষ খবর