রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমস্যা জর্জরিত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর প্রতিনিধি

সমস্যা জর্জরিত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল স্বল্পতাসহ নানা সমস্যা নিয়ে নয় বছর ধরে ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ১৬ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন আটজন। রয়েছে অন্যান্য জনবল ও যন্ত্রপাতি সংকট। নির্মাণের কয়েক বছরের মধ্যেই খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। বর্ষার সময়ে পানি চুয়ে পড়ে নষ্ট হয়েছে দেয়ালের রং। রোগীর স্বজনরা জানান, এ হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিন না থাকায় রোগীদের বাইরে থেকে এ পরীক্ষা করাতে হয়। হাসপাতালের অ্যাম্বুলেন্স থাকার পরও ব্যক্তিগত অ্যাম্বুলেন্স ব্যবসার জন্য গেটের সামনে রাখা হয়। এ সুযোগ নিয়ে হাসপাতাল চত্বরেই দালালদের খপ্পরে পড়ছে রোগীর লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩১ শয্যার জনবলেও শূন্য রয়েছে অর্ধেক চিকিৎসকের পদ। এ ছাড়া পরীক্ষাগারে দুজনের স্থলে আছেন একজন টেকনিশিয়ান। দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অকেজো। ফার্মাসিস্ট দুটি পদই শূন্য। চতুর্থ শ্রেণির এবং স্বাস্থ্যসহকারীর পদেও পর্যাপ্ত জনবল নেই। ফুলবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, কনসালটেন্টের অভাবে এখানে অপারেশন হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সমস্যাসহ জনবল সংকট সমাধানে চাহিদা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর