সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুই দফতরের ঠেলাঠেলিতে বন্ধ বেইলি ব্রিজের সংস্কার কাজ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

দুই দফতরের ঠেলাঠেলিতে বন্ধ বেইলি ব্রিজের সংস্কার কাজ

কাঠের পাটাতন দিয়ে ব্রিজ সংস্কার করছেন স্থানীয়রা -বাংলাদেশ প্রতিদিন

দুই দফতরের ঠেলাঠেলিতে বরগুনার আমতলী ও তালতলী সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে। দেবে যাওয়া স্টিলের পাটাতনের ওপর কাঠের পাটাতন দিয়েছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার দুই লাখ মানুষ ও ঢাকাগামী পরিবহনসহ যানবাহন চলাচল করছে। গত এক মাস ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন এলাকাবাসী।  জানা গেছে, পাঁচ বছর ধরে বেইলি ব্রিজটি বেহাল দশায় পড়ে আছে। কিন্তু সড়ক ও জনপথ অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঠেলাঠেলিতে ব্রিজের সংস্কার কাজ হচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের দাবি আমতলী-তালতলী সড়ক ও ব্রিজ সড়ক ও জনপথ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতর দাবি করেছে ওই সড়ক ও ব্রিজ কাগজে কলমে এখনো পায়নি। ফলে দুই বিভাগের ঠেলাঠেলিতে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে। গত ৪ জানুয়ারি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় ১৬ দিন ধরে আমতলী-তালতলীর সঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা ওই ব্রিজের স্টিলের পাটাতনে কাঠের পাটাতন দিয়ে সংস্কার করায় স্বল্প পরিসরে ছোট যান চলাচল করছে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হুমায়ূন কবির হাওলাদার বলেন, স্থানীয় প্রকৌশলী বিভাগ ও সড়ক জনপথ বিভাগের ঠেলাঠেলিতে ব্রিজের সংস্কার কাজ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার অন্তত দুই লাখ মানুষ।

সর্বশেষ খবর