সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা চেয়ারম্যানের ভাই হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি হত্যা ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের বড় ভাই জাহাঙ্গীর মুন্সি আশুগঞ্জ থানায় মামলাটি করেন। আসামি করা হয়েছে চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারসহ ২৭ জনকে। অন্য আসামিরা হলেন- আবু সহিদ, সেলিম, আবদু মিয়া, জাকির, পলাশ, শফিকুল, তজুল, জিয়াউর, আজিজ, রফিকুল, জুবায়ের, সাদ্দাম, নাছির, দিলু, মাসুদ, মাহবুবুর, মনা মিয়া, পাবেল, কাউছার, খোকন, রনি, রাব্বি, বাদল, সোহেল, সুমন ও ইকরান। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাতে চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারের যোগসাজশে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সিকে হত্যার উদ্দেশে তার বাড়িতে হামলা করা হয়। এ সময় মামলার বাদী জাহাঙ্গির মুন্সি ও জামাল মুন্সি বাধা দিলে হামলাকারীরা জামাল মুন্সিকে জাপটে ধরে হাতে থাকা বল্লম দিয়ে বুকে আঘাত করে। আসামিরা আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে। জামাল মুন্সিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, জামাল মুন্সি হত্যা মামলার এজাহারে নামধারী পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর