সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

অভিযুক্তদের কমিটিতে না রাখার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই-বাছাইয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে কমিটিতে আগের যাচাই-বাছাইয়ের সময় নীতিমালা লঙ্ঘন করে স্থান পাওয়াদের না রাখার আবেদন করা হয়েছে। গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই আবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর। আবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠনের সময় তৎকালীন জেলা কমান্ডার নুরুল মোমেনকে নীতিমালা লঙ্ঘন করে সদর কমিটির সভাপতি রাখা হয়। সেই সঙ্গে ২০১৭ সালে ভুল তথ্য দিয়ে কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের বর্তমান কমিটিতে না রাখার আবেদন জানান বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চলতি বছর বীর মুক্তিযোদ্ধারে যাচাই-বাছাইয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জামুকার নির্দেশনার বাইরে কিছু করা হবে না।

সর্বশেষ খবর