সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড় থেকে ট্রেন যাবে কক্সবাজার

---- রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন নতুন রেললাইন স্থাপিত হচ্ছে। কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে। তিনি স্থানীয় ভাষায় বলেন তোমরা ট্রেনে পঞ্চগড় থেকে কক্সবাজার যেতে পারবেন। খাবার খাবেন ট্রেনের ভিতরে। আমরা রেলওয়েতেও অ্যাম্বুলেন্স সংযুক্ত করার চিন্তা-ভাবনা করছি। সরকার পরিবহনের সব ব্যবস্থাকেই গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ করছে। রবিবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্বরে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাতপণ্য পরিবহন সংক্রান্ত অংশীজন সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, একসময় প্রচুর পরিমাণে পাট রেলে পরিবহন হতো। বর্তমানে বাংলাদেশে আমরা পণ্য পরিবহনে কনটেইনার ব্যবহার করছি। আপনারা জানেন পার্শ¦বর্তী দেশ ভারতের সঙ্গে যে আমাদের ব্যবসা-বাণিজ্য সেখানে কিন্তু ট্রেন বিভক্ত হচ্ছে। এর সম্প্রসারণ হচ্ছে। সরাসরি ভারত থেকে ট্রেনে মালামাল আনা-নেওয়া হচ্ছে। রেলওয়ে  পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সামছুজ্জামান, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, নবনির্বাচিত মেয়র জাকিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর