সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরের চাপাতলী এলাকায় অগ্নিকান্ডে ওয়াহিদ (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিজ বসতবাড়িতে শীত নিবারণের জন্য পরিত্যক্ত কাপড়ে আগুন জ্বালাতে গিয়ে গতকাল অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওয়াহিদ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছেন। অপরদিকে শনিবার রাতে বন্দর উপজেলার বাগদোবাড়িয়া এলাকার নিজ বাড়ি আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তানভীর আহমেদ ও মিজানুর রহমান। তাদের কাছ থেকে চাঁদাবাজির আড়াই হাজার  টাকা ও চাঁদা আদায়ের একটি হিসাবের খাতা জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমানপল্লী এলাকায় গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আব্দুল সাত্তার নামে একজন নিহত হন। সাত্তার মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। অপরদিকে সকালে মহালছড়ির নুনছড়ি এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে উগ্যজাই মারমা নামে এক পথচারী আহত হয়েছেন। -খাগড়াছড়ি প্রতিনিধি

ছয় ইটভাটাকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ। উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আশরাফ উদ্দিন, দিলরুবা আক্তার প্রমুখ।

-কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর