সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৪০ বছর বেদখল শার্শার কাচারিবাড়ির জমি

বেনাপোল প্রতিনিধি

৪০ বছর বেদখল শার্শার কাচারিবাড়ির জমি

শার্শায় সরকারি জমিতে গড়ে ওঠা স্থাপনা

প্রায় ৪০ বছর ধরে বেদখলে যশোরের শার্শার কাচারিবাড়ির সরকারি জমি। এ জমি উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসন থেকে বারবার মামলার নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। জানা যায়, শার্শার ৩৫ শতক জমি পূর্ব পাকিস্তান প্রদেশের পক্ষে কালেক্টর যশোরের নামে কাচারিবাড়ি রাস্তার। ১৯৮১ সালে এই জমি বন্দোবস্ত নেন ফজলুর রহমান। পরে কয়েকজন ভূমি কর্মকর্তার যোগসাজশে তিনি নিজের নামে রেকর্ড করে সেখানে বসবাস শুরু করেন। আজও উদ্ধার করা যায়নি স্থানীয় মানুষের ব্যবহারের এই জমি। এলাকাবাসী জানান, দখলদাররা প্রায়ই বলেন, এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না, এটা আমাদের ব্যক্তি-সম্পত্তি। ভুক্তভোগীদের দাবি রাস্তা যেন আবার সরকারি হয়। অভিযুক্ত ফজলুর রহমান বলেন, ‘সরকার এই জমি আমাদের বন্দোবস্ত দিয়েছে। তারপর আমরা চীরস্থায়ী মালিকানা হয়েছি।’ শার্শা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘একটি ভুয়া খতিয়ান হয়েছে। যাচাই করে দেখা যায়, তাদের যে কবুলিয়াত রয়েছে তাও ভুয়া ও ত্রুটিপূর্ণ। এ ব্যাপারে আমরা মামলা করেছি।’

সর্বশেষ খবর