সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিস্তা ব্যারাজ এলাকায় বোরো সেচ শুরু

লালমনিরহাট প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম শুরু হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরের চার জেলার ১২ উপজেলায় এবার ৬২ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে টার্গেট নেওয়া হয়েছে। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। সূত্র মতে, গত মৌসুমে ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানে টার্গেট নেওয়া হলেও নদীতে বেশ পানি থাকায় সেচ প্রদান করা হয়েছিল ৫০ হাজার হেক্টর জমিতে। সে হিসাবে এ বছর ১০ হাজার হেক্টর জমি বেশি সেচ পেতে যাচ্ছে। এদিকে, বোরো চাষের মহাপরিকল্পনা নিয়ে তিস্তা অববাহিকার মানুষ আবার নতুন করে ভাবতে শুরু করেছে। পদ্মা সেতুর পর তিস্তা অববাহিকার চিত্র পাল্টে যাবে এতে। এ খবর এখন তিস্তা অববাহিকার সঙ্গে জড়িত লাখো পরিবারের মাঝে খুশি বিরাজ করছে। তিস্তা সেচ প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ বলেন, তিস্তা সেচ প্রকল্প থেকে এ বছর ১২ উপজেলার ৬২ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হবে। এর মধ্যে নীলফামারী ডিমলায় ৫ হাজার, জলঢাকায় ১০ হাজার, নীলফামারী সদরে ১১ হাজার, সৈয়দপুরে ৫ হাজার, লালমনিরহাটের হাতিবান্ধায় ২ হাজার, রংপুরের  গঙ্গাচড়ায় ৮ হাজার, রংপুর সদরে ৫ হাজার, তারাগঞ্জে ২ হাজার, বদরগঞ্জে ৫০০, দিনাজপুরের চিরিবন্দরে দেড় হাজার ও পার্বতীপুরে  ৫০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

সর্বশেষ খবর