সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে জাল সনদে কলেজ প্রভাষক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধনের জাল সনদ দেখিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। জানা যায়, ২০০৯ সালে অনুষ্ঠিত পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ দেখিয়ে ২০১২ সালের নভেম্বরে রুহিয়া ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা (বিএম) বিভাগের প্রভাষক পদে নিয়োগ পান আতিকুর রহমান। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪০২১২৫৪০, রেজি. নম্বর ৯০০০২৬৮৭। ২০১৮ সালের ২৬ নভেম্বর এনটিআরসিএর সহকারী পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আতিকুর রহমানের শিক্ষক নিবন্ধন সনদ সঠিক নয়। রোল নম্বরটিও অন্য ব্যক্তির। প্রকৃত রোল নম্বরধারীর নাম মিজানুর রহমান, পিতা আবুল হাসিম মাস্টার। সনদ জালিয়াতি করে চাকরিতে যোগদান করায় অধ্যক্ষ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে আতিকুরকে নোটিস দেন।

 নোটিসের সদুত্তর না পেয়ে কলেজ কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, এনটিআরসিএর চিঠি পেয়েছি। ব্যক্তির দায় অধ্যক্ষ কিংবা প্রতিষ্ঠান নেবে না। ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন, যেহেতু বিষয়টি রুহিয়া থানার সে ক্ষেত্রে আমার কিছু করার নেই। রুহিয়া থানার ওসি জানান, আমি এ ব্যাপারে কিছুই জানি না।

সর্বশেষ খবর