সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স

দেড় বছর পর চালু ইসিজি আলট্রাসনো মেশিন

দিনাজপুর প্রতিনিধি

দেড় বছর অকেজো হয়ে থাকার পর অবশেষে চালু হলো দিনাজপুরের খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিন ও আলট্রাসনোগ্রাম মেশিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান গতকাল সকালে সেবা দুটির কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ। খানসামা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, তিনি যোগদানের পরই ইসিজি ও আলট্র্রাসনোগ্রাম মেশিনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ডিজিটাল ইসিজি ও আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দ করেন। তিনি আরও জানান, সীমিত পরিসরে মেশিনগুলো চালু করা হয়েছে। জনবল ও বরাদ্দ সংকট কমলে এই সেবা আরও ব্যাপক পরিসরে দেওয়া হবে।

সর্বশেষ খবর