শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাটি ও খোয়ায় রং মিশিয়ে সার

দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ বস্তা ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে। আটকরা হলেন শেরপুর উপজেলার মহিপুর কলোনি গ্রামের জাহিদ হোসেন ও আল আমিন। বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, মাটি ও ইটের খোয়ার সঙ্গে রং ও বিভিন্ন পদার্থ মিশিয়ে নকল সার তৈরি করে বাজারে বিক্রি করছিল তারা। চলতি বোরো মৌসুম ঘিরে অসাধু চক্র কৃষকদের ঠকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় এ জঘন্য কাজ করে আসছিল।

 শেরপুর থানা সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন মহিপুর গ্রামের একটি বাড়ি ভাড়া নেন জাকির হোসেন মিন্টু নামে এক ব্যক্তি। পাশের আরও দুইটি গুদামঘরও ভাড়া নেন তিনি। এরপর সেখানে ভেজাল সার ও কীটনাশক তৈরি শুরু করেন।

সর্বশেষ খবর