শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাত পোহালেই ভোট

নেত্রকোনা প্রতিনিধি

রাত পোহালেই ভোট

রাত পোহালেই তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায়। সরকারিভাবে বন্ধ হয়ে গেছে প্রার্থীদের সব প্রকার প্রচার প্রচারণা। ব্যালটের মাধ্যমে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার নির্বাচনী সব সরঞ্জাম পৌঁছে গেছে উপজেলায়। বিকালে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্র বিতরণ। দুর্গাপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে মোট লড়ছেন চারজন। তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন আলাউদ্দিন আলাল। বিএনপি মনোনীত প্রার্থী জামাল উদ্দিন (ধানের শীষ)। এ ছাড়ও কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শামসুল আলম খান (কাঁচি) ও ইসলামী আন্দোলন থেকে মো. আবদুল মান্নান (হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই চারজন প্রার্থীর মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। পৌরসভার মোট ২০ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ থেকে বহিষ্কার ঈশ্বরগঞ্জের উপজেলা চেয়ারম্যান : ময়মনসিংহ প্রতিনিধি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে মোয়াজ্জেম হোসেন বাবুল নিশ্চিত করেছেন। 

গত ২৬ জানুয়ারি পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ খবর