শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিঁধ কেটে মোবাইল ফোনের সঙ্গে নিয়ে গেল শিশুও

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বসতঘরের সিঁধ কেটে মোবাইল ফোনের সঙ্গে শিশুও চুরি হয়েছে। ১৮ মাসের এক কন্যাশিশু রাইসা উপজেলার  মনাইরকান্দি গ্রামের প্রবাসী হালিম মিয়ার মেয়ে। তাকে উদ্ধার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ। চুরি হওয়া শিশুটিকে উপজেলার দক্ষিণ বলরামপুর থেকে উদ্ধার করা হয়। এ সময় বলরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কবির হোসেনকে আটক করে পুলিশ। শুক্রবার তিতাস থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, প্রবাসী হালিমের স্ত্রী জান্নাত আক্তার তার ছেলে ও মেয়ে রাইসাকে নিয়ে বাবার বাড়ি উলুকান্দিতে বসবাস করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় প্রকৃতির ডাকে জান্নাত টয়লেটে যায়। বাচ্চার কান্নার শব্দ শুনে ঘরে ফিরে দেখে তার মেয়ে রাইসা এবং তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নেই। দেখতে পান তার ঘরের কাঁচা ভিটিতে সিঁধ কাটা রয়েছে।

অপহরণকারী চক্র জান্নাতের ব্যবহৃত একটি মোবাইল ফোন থেকে তার ভাই আলমের মোবাইল ফোনে কল দেয়। বাচ্চা পেতে হলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশকে জানালে বাচ্চাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। অপহরণকারীদের ধরার ফাঁদ পাতে পুলিশ। তাদের সঙ্গে ১ লাখ টাকা চুক্তি করে। প্রযুক্তির ব্যবহার করে পুলিশের সহযোগিতায় তিতাসের বলরামপুর এলাকায় তাদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় জনগণ, ডিবি ও থানা পুলিশের সহায়তায় বলরামপুর গ্রামে কবিরের কাছ থেকে রাইসাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে শিশুটিকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। একজনকে আটক করেছি। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর