শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

ক্ষতিগ্রস্তদের সহায়তা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ১১ জানুয়ারি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকালে ক্ষতিগ্রস্ত পরিবার ও বাড়ির মালিককে এ অর্থ তুলে দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। -গাজীপুর প্রতিনিধি

ইয়াবাসহ আটক

সাভারে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন জয় (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খানকে আটক করেছে র‌্যাব। -সাভার প্রতিনিধি

যুবক নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম খান মোহাম্মদ ওসমান ওরফে শোভন (২৪)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার খান তৌহিদ ওসমানের ছেলে। শোভন কাপাসিয়ার দস্যু নারায়ণপুর উত্তরপাড়ায় বসবাস করতেন।

-গাজীপুর প্রতিনিধি

বসতঘরে হামলা

কুমিল্লার লালমাইতে বাড়ি-ঘরে হামলা, শতাধিক গাছ কর্তন এবং স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ভুলনই উত্তর ইউনিয়নের বারাইপুর গ্রামের আবদুল মান্নান সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন।

-লালমাই প্রতিনিধি

যুবকের কারাদন্ড 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক পরিবহনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- কেন্দুয়া উপজেলার শাওন (২৫) ও কিশোরগঞ্জের রাজু বাসপাই (২৬)। গত বৃহস্পতিবার রাতে উপজেলা ভূমি কার্যালয়ে তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি অমিত রায়। -নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিনের

সহ-সম্পাদকের শ্বশুরের মৃত্যু

বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক নজরুল ইসলামের শ্বশুর শহীদুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল সাড়ে ৭টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর প্রথম জানাজা সকাল ১০টায় বিয়ানীবাজারের দুবাগবাজার হাফেজিয়া দাখিল মাদরাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা রায়ধর জামিয়া হাদিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

-হবিগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর